কু্ষ্টিয়া: কু্ষ্টিয়া -রাজবাড়ি ঢাকা সড়কে খোকসা অনন্যা পাম্পের পাশে রাস্তার বেহাল দশায় খড়ি বোঝায় ট্রাক ফ্যাসে যেয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৭ টার সময় খড়ি বোঝায় ট্রাক ঢাকা মেট্র ট – ২০ – ৬৯৪৬ সড়কের মাঝে আটকে গেলে এ যানজটের ঘচনা ঘটে।
এদিকে দির্ঘদিনের বেহালদশা রাস্তায় কোন মেরামত না করায় সকাল থেকে সড়কটি দিয়ে যোগাযোগ বন্ধ রয়েছে।
কু্ষ্টিয়া মালিক সমিতির খোকসা কাউন্টার মাস্টার নিলা বিশ্বাস জানান কু্ষ্টিয়া – রাজবাড়ি ঢাকা সড়কে খোকসা অংশে দির্ঘদিনের বেহালদশা দেখার কেও না দেখায় আজ ট্রাক ফ্যাসে গেছে।
ট্রাকের চালক বললেন কু্ষ্টিয়া জেলায় প্রবেশ করেই খানা খন্দে ভরা রাস্তায় খোকসা অনন্য পাম্পের সামনে আমার ট্রাকের লাইনশেপ খুলে রাস্তার মাঝে বিকল হয়ে পড়েছে। গ্যারেজ খুললে গাড়ি সারতে পারলে সাভাবিক যান চলাচল শুরু হবে।
এ রিপোট লেখা পর্যন্ত সড়কটি দিয়ে বড়গাড়ি চলাচল বন্ধ রয়েছে।