কুমারখালীঃ কুষ্টিয়ার কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর গ্রামে আখ কাটার অপরাধে ২শিশু (ভাই-বোনকে) কুপিয়ে জখম করেছে জমির মালিক একই গ্রামের বাবু প্রমানিকের ছেলে আজিজ প্রামানিক। জখমী ২শিশু চর মহেন্দ্রপুর গ্রামের শাজাহানের শিশু কন্যা মিম্মা(৬) ও পুত্র রাব্বী(৫)।
অনুমান ২টার সময় শাজাহানের শিশু ছেলে-মেয়ে চর মহেন্দ্রপুর মাঠে আজিজ প্রামানিকের আখ খেত থেকে এক খানা আখ(কুষর) কাটলে জমির মালিক ক্ষীপ্ত হয়ে ধারলো কাস্তে দিয়ে মেয়ে শিশুটির হাতে কোপ মেরে জখম করে এবং শিশু পুত্র রাব্বাকে বেধড়ক মারপিট কাে আহত করে। পরে শিশু ২টিকে কুমারখারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র এ চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।