বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন একটি ফ্ল্যাট কিনেছেন বিদ্যা সিনহা মিম। ৩৫০০ স্কয়ার ফিটের সেই ফ্ল্যাটটি এখন সাজানোর কাজে ব্যস্ত এই অভিনেত্রী।
ইন্টেরিয়রের কাজে নিজেই উপস্থিত থাকছেন। পছন্দসই ঝাড়বাতি থেকে শুরু করে ড্রেসিং টেবিল, ফার্নিচার—সব কিনছেন।
মিম বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল বড় ফ্ল্যাট কিনব, নিজের মতো করে আরাম-আয়েশে থাকব। অবশেষে স্বপ্ন পূরণ হলো। আশা করছি দু-এক মাসের মধ্যেই উঠতে পারব। তখন ঘটা করে পার্টি দেব। দাওয়াত করব প্রিয় মানুষদের। ’