সম্প্রতি ক্লাব উই-এর পিকনিকে বসেছিল তারকাদের মেলা। আর এই মেলায় রঙ কেড়েছিলেন নিশো মেহজাবীন ও ভাবনা।
গত ১৫ ডিসেম্বর রাজধানীর অদূরে সাভারের একটি রিসোর্টে ক্লাব উই-এর আয়োজনে তারকাদের বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সেখানেই আনন্দে মেতে ওঠেন তারকারা। দেখা যায় জনপ্রিয় সঙ্ঘবাদ পাঠিকা ও প্রেজেন্টার নিশোকে ভাবনা ও মেহজাবিনের সাথে আনন্দে মেতে উঠতে। বলা যায় এই ত্রয়ী বেশ আনন্দে সময়টা কাটিয়েছেন। একসাথে ছুঁড়ে দিলেন উড়ন্ত চুম্বন।
অন্তত সোশ্যাল মিডিয়া তাই বলছে। ফারহানা নিশো নিজের ফেসবুক পোস্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেই ছবির অধিকাংশগুলোতেই রয়েছেন ত্রয়ী। কখনো মেহজাবীনকে ভাবনা আর নিশো চেপে ধরেছেন।
কখনো গালে চুমু এঁকে দিচ্ছেন, আবার কখনো ভয়ও দেখাচ্ছেন।
বলা যায় উই-এর আয়োজনঅকে অনেকটা আলোকিত করে রেখেছিলেন তারকারা। আর এদের মাঝে নিজেদের আলোকিত করে রেখেচিলেন এই ত্রয়ী।