অস্ট্রিয়া রাজধানীর কাছে কিটজিনড্রোপ স্টেশনে শুক্রবার গভীর রাতে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ১২ যাত্রী। ট্রেন দু’টির গতিবেগ কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে, ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট করতে পারেনি স্থানীয় প্রশাসন।
বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি ট্রেন প্লাটফর্ম ছেড়ে বেড়িয়ে যাওয়ার কিছু সময় পড় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ বাধে। একটি বাঁক ঘুরতে গিয়েই এই বিপত্তি ঘটে বলে জানা গেছে। তবে, ট্রেন দু’টির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে যান বহু যাত্রী।
বড়সড় দুর্ঘটনা এড়ানো গলেও গুরুতর জখম হয়েছেন ১২ যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বার্লিন রেল।