১৬১ বছরের প্রাচীন বিদ্যাপীঠ কুমারখালীর এম এন স্কুলের সরকারী করনের দাবিতে কু্ষ্টিয়া -রাজবাড়ি ঢাকা সড়কের লালন চত্বরে সকাল ১১ টায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কুমারখালী এম এন ইতিহাস ও ঐতিহ্যের সাথে নিবিড় বন্ধন শিক্ষার বাতিঘর বলে আক্ষায়িত করে উপস্থিত বক্তাগণ সরকারের কাছে অনতি বিলম্বে সরকারী করনের দাবি করেন । আবাল বৃদ্ধা বনিতা এলাকার সর্বস্তরের জনতা এ বিদ্যাপীঠ ও বাতিঘর কে সরকারী করনের দাবীতে সকালে মানববন্ধন করে। সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র,শুভানুধ্যায়ী ,সুশীল সমাজের প্রতিনিধি সবাই এসে সাথে একাত্ম হলো আজ।
কুমারখালী বাসীর ব্যানারে কুমারখালী এম এন স্কুল জাতিয় করনের দাবিতে সকাল থেকে রাজনিতিক ব্যক্তি, শিক্ষানুরাগী, ব্যাবসায়ী, বুদ্ধিজীবী, সমাজসেবক,ছাত্রসমাজ,কৃষক দিনমুজুর সহ সকল গনমাধ্যম কর্মীগণ মানব বন্ধনে একাত্বতা প্রকাশ করে রাস্তার দু’পাশে দাড়িয়ে যায়।
প্রায় ঘন্টা ব্যাপি মানব বন্ধনে সকলের কন্ঠে ১৬১ বছরের পুরাতন বিদ্যাপীঠ কুমারখালী এম এন স্কুল জাতিয় করনের দাবিকরেন।
বক্তাগণ আরো বলেন, প্রয়োজনে কুমারখালী েম এন সবকুলের প্রার্তণ ছাত্রের ব্যানারে ঢাকায় জাতিয় প্রেস ক্লাবের স্মনে মানব বন্ধন করা হবে।
মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য করেন, প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রার্তন ছাত্রগণ।