প্রথমবারের মতো অ্যাওয়ার্ড অনুষ্ঠান করতে যাচ্ছে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। আজ বিকাল পাঁচটা থেকে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলের নবরাত্রী হলে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে জুটি হয়ে নাচ দিয়ে মঞ্চ মাতাবেন কোরিগ্রাফার ও নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।
অনুষ্ঠানে হাবিব ও ন্যান্সির কণ্ঠে গাওয়া ‘আকাশছোঁয়া ভালোবাসা’ ছবির হাওয়ায় হাওয়ায় ‘দোলনা দোলে’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করবেন তারা। এতে পারফর্ম করা প্রসঙ্গে ইভান শাহরিয়ার সোহাগ বলেন, শিল্পীদের সম্মান জানতে এটিএন প্রথমবারের মতো এমন একটি অনুষ্ঠান করতে যাচ্ছে। আর এতে আমি আর পূর্ণিমা পারফর্ম করছি।
এর আগেও পূর্ণিমা আর আমি পারফর্ম করেছি। যেগুলো সবার কাছেই প্রশংসিত হয়েছে। আশা করি আজকের অনুষ্ঠানটিও প্রশংসিত হবে। এ গানে পারফর্ম করা ছাড়াও ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে পারফর্ম করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মেহেজাবিন চৌধুরী ও চাঁদনী।