মায়ের চরিত্রে অভিনয় করতে চান না একসময়ের বলিউড হার্টথ্রব মাধুরী। নির্মাতারা তাকে আকর্ষণীয় কিছু চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছেন, কিন্তু যখনই শুনেছেন সেগুলো মায়ের চরিত্র তিনি তা ফিরিয়ে দিয়েছেন।
তার মতে, ভক্তরা তাকে সালমান, শাহরুখ, আমির খানের বিপরীতে দেখতে চায়। কয়েক বছর আগে অনিল কাপুর একটি সিনেমায় সোনমের মায়ের চরিত্রের জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আকর্ষণীয় নয় বলে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। হয়তো মনে করছেন কম বয়সী অভিনেত্রীরা যে চরিত্রগুলো পাচ্ছেন তিনিও তেমনটা পাবেন।
মাধুরী অভিনীত দেড় ইশকিয়া ও গুলাব গ্যাং সিনেমা দুটি সর্বশেষ মুক্তি পেয়েছে। তিন বছর আগে মুক্তি পায় এগুলো। তবে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি।