ভারতের মুম্বাইয়ে কমলা মিলস কমপাউন্ড ভবনে অগ্নিকাণ্ডে ১৫ জন পুড়ে মারা গেছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ১২ জনই নারী। যাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।
এ ব্যাপারে এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বহুতল ওই ভবনের তৃতীয় তলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ভবনের আশপাশের রেস্টুরেন্ট ও অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ধোয়ায় পুরো ভবন ঢাকা পড়ে।
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, হতাহতের শিকার বেশিরভাগ মানুষই ছাদের রেস্টুরেন্টে একটি জন্মদিনের পার্টিতে ছিলেন। এ সময় হঠাৎ ভবনের আগুন ওই রেস্টুরেন্টে ছড়িয়ে পড়লে তাতে ১৫ জন পুড়ে মারা যান। পরে খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ও কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বহুতল এই ভবনে বিভিন্ন বহুজাতিক সংস্থার কার্যালয়, কিছু মিডিয়ার কার্যালয়ও রয়েছে।
সূত্র: এনডিটিভি