রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে রেস্তোরাঁয়। এর পরে খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে ওই বাড়ির তিনতলা ও চারতলায়। আগুনে, ধোঁয়ায় আটকা পড়ে গেলেন অনেকে। প্রাণ দিতে হল ১৪ জনকে।
সব থেকে মর্মান্তিক বিষয় হল মৃতদের অধিকাংশই এসেছিলেন বন্ধুর জন্মদিন পালন করতে। খুশবু ভংসালীকে বন্ধুরা খুশি বলে ডাকত। সেই খুশির ২৮তম জন্মদিনের পার্টিতে এসে মৃত্যু হল বন্ধুদের। মৃত্যু হল খুশবুরও। পুলিশ সূত্রে খবর, মৃত ১৪ জনেরই বয়স ২২ থেকে ৩০-এর মধ্যে।
বৃহস্পতিবার ছিল খুশবুর ২৮ বছরের জন্মদিন। মুম্বইয়ের রুফটপ রেস্তরাঁ ‘ওয়ান অ্যাবভ’-এ পার্টি চলার কথা রাতভর। কিন্তু মধ্যরাত থেকেই শুরু হয়ে যায় প্রাণ বাঁচানোর যুদ্ধ। কিন্তু একটি প্রাণও বাঁচেনি। মৃতদের মধ্যে খুশি-সহ ১১জনই মহিলা। কমলা মিল্স কম্পাউন্ডের চারতলা ট্রেড হাউস বিল্ডিংয়ে অন্য একটি রেস্তরাঁয় খেতে এসে মৃত্যু হয় আরও দুই যুবকের। তাঁরা দু’জনেই পারিবারিক বিয়ে উপলক্ষ্যে বিদেশ থেকে মুম্বইতে এসেছেন।