কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগের দিন মাশরাফি বিন মুর্তজা ইনজুরিতে পড়েন। জিম করতে গিয়ে তিনি কুচকিতে ব্যথা পান। ব্যথা নিয়েই দুই ম্যাচ খেলেন তিনি।
তবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শেষ ম্যাচ খেলেননি। তাতে রংপুরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্রেন্ডন ম্যাককালাম।
খুলনা টাইটান্সের বিপক্ষে আজ শুক্রবার এলিমিনেটর ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্সের ভাগ্য নির্ধারণ হবে। ইনজুরি নিয়েই দলের প্রয়োজনে শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে থাকবেন রংপুর অধিনায়ক।