তুমি এসেছ আজ প্রকৃতি তাই এত শীতল,
দক্ষিণের হিমেল হাওয়া সুর তুলেছে নীরবে।
তোমার আগমনে বেড়েছে গাছে গাছে ব্যস্ততা,
খেজুর গাছের শাখায় নব কলসি বাধার পড়েছে ধুম।
প্রতিদিনের সকাল সেজে আসে তার নিজের মত করে ,
কোন দিন ঘন সাদা চাদরে আবার কখনো মৃদু বাতাসে,
তাতে কি তবুও ব্যাস্ততা থেমে নেই মানব জীবনের।
পূর্ব দিকে সূর্য উঁকি দিলেই শুরু হয় প্রতিটি মানুষের জীবন যুদ্ধ,
তা চলে শেষ বেলা পশ্চিমে ঢলে পড়ার আগ পর্যন্ত।
তবুও এই ব্যস্ততার ভিড়ে তোমার আগমনের বার্তা পৌঁছে যায়, সকল মানুষের দুয়ারে দুয়ারে।
তোমার আগমনে শুরু হয় মিষ্টি পিঠা-পুলির উৎসব,
তোমার আগমনে এক হাঁড়ি ঠান্ডা খেজুরের রসের স্বাদ।
তোমার আগমনে সারা পিঠার রসে জিভে আনে জল,
তোমার আগমনে ভাপা পিঠার মিষ্টি গন্ধে জিভে টলমল,
তোমার আগমনে চিতই পাটিসাপটা অমৃত স্বাদ,
এ যেন এক নতুন স্বর্গপুরী শুধু তোমাকে ঘিরে।
তোমার বেগে এক সঙ্গে জোট বেঁধে আগুনের আশ্রয়,
তোমার পরশে প্রতিদিনের স্নান হয়ে পড়ে বিষাদ ময়।
তাতে কি তবুও তোমার জন্য অপেক্ষার প্রহর একটি বছর।
তুমি আসবে বলে চাতক পাখি ও চেয়ে থাকে তোমার প্রত্যাশায়,
তোমার আগমনেরগাছে গাছে শিউলি বকুল স্বাগতম জানাই।