করোনায় হার না মানা মানুষের গল্প উপস্থাপনায় – MD Khan Ataur Rahman
চলছে করোনার বিরুদ্ধে সকলের লড়াই। এই লড়ায়ে পিছিয়ে নেই দেশের নারী উদ্যোক্তারাও । কেমন কাটছে দেশের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের দিন সেই বিষয় নিয়েই করোনায় হার না মানা মানুষের গল্প অনুষ্ঠানে আমরা কথা বলবো।
আমাদের আজকের অতিথি
১। মাহমুদা জাবেদ ছায়া, বিউটি এক্সপার্ট এবং নারী উদ্যোক্তা
২। ফারজানা ইসলাম , বিউটি এক্সপার্ট এবং নারী উদ্যোক্তা
৩। ফরিদা ইয়াসমিন সারথী , বিউটি এক্সপার্ট এবং নারী উদ্যোক্তা