১৪ দল, সেক্টর কমান্ডার্স ফোরাম-৭১, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ কুমারখালী, কুমারখালী ইতিহাস ঐতিহ্য সংষ্কৃতি পরিষদ, মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমাণ্ড প্রজন্ম-৭১ কুমারখালীর উদ্যোগে বেলা ১২টায় মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির অফিসে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে গণমোড় হয়ে বঙ্গবন্ধু চত্বরে সকলের সমন্বয়ে ৯ ডিসেম্বর কুমারখালী মুক্তদিবসের শোভাযাত্রা শেষ হয়।
কুমারখালীতে স্বাধীনতার পতাকা উত্তোলনকারী বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম হান্নানের সভাপতিত্বে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত আলোচনা করেন সেক্টর কমান্ডর্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) দলীল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কল্যান সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এটি্এম আবুল মনছুর মজনু, গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
এইসময় উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, বিভিন্ন স্তরের বীরমুক্তিযোদ্ধারা, বীরমুক্তিযোদ্ধা এড. মীর আরশেদ আলী, সাংবাদিকবৃন্দ, কুমারখালী মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, মহিলা পরিষদের সাধারণ সস্পাদক রশনারা নীলা, সাংগঠনিক সম্পাদক শামিমা পারভিন রোজী, অ্ধ্যাপক রাজিবুল আলম, হেলাল উদ্দিন, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কবি বাবলু জোয়ারদার, সাধারণ সম্পাদক সোহেল হাবিব, প্রভাষক ইসমত আরা, প্রভাষক মনিরা মেরী, কুমারখালী ইতিহাস ঐতিহ্য সংষ্কৃতি পরিষদের সভাপতি এবি্এম কাইসার রেজা পাশা, সহসভাপতি রাসেল মোশাররফ চৌধুরী ও নাট্যকার লিটন আব্বাস প্রমুখ।
সার্বিক সহযোগিতা করেন প্রজন্ম ৭১এর এহসানুল করিম মিটুল।