বুধবার মানেই অসহায় দুস্থ্য মানবতার মুখে হাঁসি ফোটান। কাওকে আর্থিক সাহায্য অথবা অন্যকোন সহোযগিতা।
বলছি কু্ষ্টিয়া জেলার জেলা প্রশাসকের কথা। জেলার ৬ টা উপজেলার মানুষগুলো অপেক্ষায় থাকে বুধবারের নিজের বিভিন্ন সমস্যা জানানোর জন্য শেষ অভিভাবক জেলা প্রশাসক মো. জহির রায়হান কে ।
যদিও জেলা প্রশাসক অফিস সূত্রে বলা হয় “গণশুনানি”।
বাস্তবে কু্ষ্টিয়া বাসির কাছে সকল সমস্যার সমাধানের শেষ আশ্রয়স্থল। শত ব্যাস্ততার মাঝে জেলা প্রশাসক মো. জহির রায়হান সকলের সমস্যা শুনে তা বাস্তবতায় সমাধান বের করেদেন।
বাস্তব সমাধান কারী জেলা প্রশাসককে সকলেই স্ব ধর্মে দোয়া আশির্বাদ করে দির্ঘায়ুর জন্য। কেও বা পিতা হিসাবে সম্মোধন করেন। তেমনি গতকাল বুধবার ছিল ঐ সকল মানুষের গণশুনানির দিন। নিজ জেলার জেলা প্রশাসক কে নানান সমস্যার ডালি নিয়ে এভাবেই জড়িয়ে ধরে। সমাধান ও মেলে সবিনয়ে। ধন্যবাদ জানায় জেলা প্রশাসক কে। ধন্য কু্ষ্টিয়া বাসী।