কুষ্টিয়া থেকে হুমায়ুন কবিরঃ প্রবাসীদের অর্থে বাংলাদেশের অর্থনীতির ভান্ডার। যা দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা বহুমুখী সেতু নতুন সেতু। প্রবাসীরাই আমাদের জাতীয় সম্পদ এবং তাদেরকে দেখভাল করা। সরকারের নিয়ম-নীতি মেনে আমরা বৈধ পথে প্রবাসে যাব, এবং অর্থ বাংলাদেশের প্রেরণ করব এমনটাই বক্তব্য দিলেন কুষ্টিয়া কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুজ্জামান।
সোমবার সকালে কুমারখালী উপজেলা চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার পরে উপজেলা হলরুমে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত শফিকুল আলম ও সমাজসেবা কর্মকর্তা বিপুল কুমার সাহা।
বক্তারা বৈধ পথে বাংলাদেশে থেকে জনবল বিদেশে রপ্তানি করার আহ্বান করেন। পরিবারের সদস্যদেরকে তাদের সন্তান বা অভিভাবকগণ সরকারি নিয়মে বিদেশের পথে যান সে বিষয়ে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানের বিপুল সংখ্যাক বৈদেশিক গমনকারী অভিভাবকরা উপস্থিত ছিলেন।