ঈদে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর উপলক্ষে লালপুরে ইউএনও’ এর প্রেস ব্রিফিং

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা।
রবিবার বিকেলে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলি, কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছারুল ইসলাম।
প্রেস ব্রিফিংএ লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা জানান, আগামী ২৬ এপ্রিল সারা দেশের ন্যায় লালপুর উপজেলার ৩৭ টি পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও গৃহ হস্তান্তর করা হবে। উল্লেখ এর আগে ৪২ টি পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। ৩য় পর্যায়ে ১৪২ টি পরিবার এ সুবিধা পাবেন বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়।