স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

এনামুল হক ইমন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : ঈদুল ফিতর উপলক্ষে মানবতার কল্যাণে পাশে থাকার প্রত্যয় নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে গরিব-অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে উপজেলার স্বপ্ন পূরণ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ৬০জন গরীব-অসহায়, নিম্ন মধ্যবিত্ত ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে ফাউন্ডেশনের সদস্যরা।
ঈদ সামগ্রী বিতরণকালে স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইসরাইল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা উপাধ্যক্ষ মুহতারাম মাওলানা শহিদুল ইসলাম।
স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষক শেখ মু. হাবিবুল্লাহ বেলালী, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আরবী প্রভাষক মুহতারাম মাওলানা রফিকুল ইসলাম, হাঁসিমুখ ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুল্লাহ আল গালিব (বাপ্পি)।
স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইসরাইল হোসাইন জানান, মানব সেবাই আমাদের মূল লক্ষ্য। স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, উপদেষ্টা ও সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় গরীব, অসহায়, দুস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।