ইউক্রেন যুদ্ধ বহু বছর দীর্ঘস্থায়ী হতে পারে : ন্যাটো প্রধান

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনের যুদ্ধ ‘বহু বছর দীর্ঘস্থায়ী’ হতে পারে।
রোববার প্রকাশিত জার্মান সংবাদপত্র বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে ন্যাটো মহাসচিব এ কথা বলেন।
জেনস বলেন, ‘আমাদের অবশ্যই বছরের পর বছর ধরে এর জন্য প্রস্তুত থাকতে হবে।
ইউক্রেনের সমর্থনে আমাদের আমাদের দুর্বল হওয়া উচিত নয়, এমনকি যদি এজন্য আমাদের উচ্চমূল্য দিতে হয়, এটি কেবল সামরিক সহায়তার ক্ষেত্রে নয়- জ্বালানি ও খাদ্য মূল্য বৃদ্ধির কারণ হলেও এই দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।’