শাড়িতে ওটিলিয়া যেনো লাল টুকটুকে গোলাপ

দোহারা গড়ন। বাদামি রঙের চুল। গায়ে জড়ানো টকটকে লাল শাড়ি। যেনো সদ্য ফোটা লাল গোলাপ। রোববার এমন সাজে ফেসবুকে ছবি দিয়েছেন রোমানিয়ার সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। এখন বাংলাদেশে অবস্থান করছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশর ট্রেডিশনাল পোশাক।’
ওটিলিয়া ব্রুমার বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারী। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তিনি।
দেশের একটি মুঠোফোন কোম্পানির অনুষ্ঠানে অংশ নিতেই বাংলাদেশে আসা তার।
গত ২৩ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয় ওটিলিয়ার লাইভ কনসার্ট। এরপর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলেও কনসার্ট করেন তিনি।
এ প্রসঙ্গে ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা’ ইভেন্টের ফ্যাশন ইনচার্জ সৈয়দ রুমা বলেন, ‘ওটিলিয়া বাংলাদেশে দুদিন থাকার পরিকল্পনা করে এসেছেন। আমরা আগেই পরিকল্পণা করেছিলাম তাকে আমাদের দেশীয় পোশাক পরাব, সেটাই করেছি। বাংলাদেশের জামদানিতে দারুণ লাগছিলো ওকে।’
৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। শুধু ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়ে গেছে ৫৫ কোটির বেশি। এটাই ওটিলিয়ার প্রথম বাংলাদেশ সফর।