বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন_শন করছেন অন্তঃসত্ত্বা এক তরুণী। গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে তি”নি মিঠুন চন্দ্রের বাড়ি’তে অনশন শুরু করেন। জানা যায়, সিরাজগঞ্জের তাড়া’শ উপজে’লার গজেন্দ্রনাথ গ্রামে তার বাড়ি। তিনি গ্রামের বাসি’ন্দা উড়াও’য়ের ছেলে।
ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ওই তরুণী জা’নান, ৫ বছর ধরে তার স’ঙ্গে মিঠুনের প্রেমের সর্ম্পক রয়েছে। বিয়ের প্রলো_ভনে মিঠুন তার সঙ্গে শারী’রিক সম্পর্ক করেছেন। এখন তিনি ছয়_মাসের অন্তঃ’সত্ত্বা। তবে মিঠুন এখন আর তা’কে বিয়ে করতে চা’চ্ছেন না। তাই বাধ্য হয়ে তি_নি অন’শন করছেন।
মিঠুন তাকে বিয়ে না করলে আত্ম_হত্যা কর’বেন বলে জানান ওই তরুণী। এদিকে বাড়িতে প্রেমিকার অনশ’নের খবর পেয়ে পালিয়ে’ছেন মিঠুন। তবে মিঠুনের বাবা গজেন্দ্র_নাথ বলেন, ওই মেয়ের অভি’ভাবক ও গ্রাম্য_প্রধানদের নিয়ে বিষয়”টি মীমাংসার চেষ্টা চলছে।
এ বিষয়ে দেশী_গ্রাম ইউ’নিয়ন পরিষদের (ইউ’পি) চেয়ারম্যান গ্যানেন্দ্র’নাথ বসাক জানান, বিষয়’টি মীমাংসার জন্য উভয় পক্ষের সঙ্গে আলো’চনা চলছে।