ফুলবাড়ী উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে ১ মার্চ মঙ্গলবার প্রাথমিক ভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। আরও বক্তব্য রাখেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিবিএফজি প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্টের সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
আরডিআরএস বাংলাদেশের বিবিএফজি প্রজেক্টের সহযোগিতায় সভাটির আয়োজন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্য, ঈমাম, পুরোহিত, কাজী, বিবিএফজি প্রজেক্টের বিভিন্ন ইউনিটের প্রতিনিধি, শিক্ষার্থীসহ সূধীজন।
জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম)