সব ধরনের ক্রিকেট থেকে দীর্ঘ বিশ্রামে সাকিব

সব ধরনের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাকিব আল হাসানের ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে দক্ষিণ আফ্রিকা সফরেও যাচ্ছেন না সাকিব। বুধবার (৯ মার্চ) বিকেলে এই তথ্য জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেছেন, “দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আজ সাকিবের সঙ্গে কথা হয়েছে। তাকে কল করেছিলাম। জানতে চেয়েছি, তোমার পরিকল্পনা বলো।’ সাকিব বলেছে, ‘‘আমি এখনো মনে করি, মানসিক এবং শারীরিকভাবে আনফিট। এজন্য দক্ষিণ আফ্রিকা সফর স্কিপ করতে চাচ্ছি।’’
যেহেতু সাকিব এখন খেলতে চাইছে না আমরা তাকে বিরতি দিচ্ছি। ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিরতি দেওয়া হয়েছে সবধরনের ক্রিকেট থেকে।