কুমারখালীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এসময় থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে ও উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হারুন, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকি বাদশা, চাপড়া ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক মনজু, কয়া ইউনিয়ন চেয়ারম্যান আলী হোসেন, শিলাহদহ ইউনিয়ন চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব, বাগুলাট ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল হক নবা বিশ্বাস, চরসাদীপুর ইউনিয়ন চেয়ারম্যান মেছের আলী খাঁ, বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. নিজামুল হক চুন্নু সহ প্রমুখ উপস্থিত ছিলেন।