স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার সীমান্তে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করলো বিজিবি-বিএসএফ

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা প্রতিনিধি: আজ শনিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় বিএসএফের হাতে মিষ্টি তুলে দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার জহির উদ্দিন বাবর, দর্শনা আইসিপি কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন। অন্যদিকে বিএসএফের পক্ষে ছিলেন গেঁদে কোম্পানী কমান্ডার এসি রাবেন্দ্রর।
মিষ্টি বিনিময়কালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানকে স্মরণ করে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়। বিএসএফের জওয়ানরাও বিজিবিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায়